আপনাদের কাছে নিয়ে এলাম ইসলামী বইয়ের এক বিশাল e-Library যেখানে আপনি পাবেন ইসলামের বিভিন্ন বিষয়ের উপর বাংলা-ইংরেজী সব মিলিয়ে প্রায় দু' হাজারেরও বেশী (২০০০) বই! এখানে সব বইগুলো পিডিএফ ফাইল আকারে Google Drive এ আপলোড করা হয়েছে। যেখান থেকে আপনারা বইগুলো অনলাইনেও পড়তে পারেন, আবার পছন্দের বইগুলো ডাউনলোডও করতে পারেন।
এই লাইব্রেরীর বিশেষ বৈশিষ্ট্য হলো যে, এখানে বইগুলোকে বিষয়ভিত্তিক অনুসারে বিভিন্ন ফোলডারে সাজানো হয়েছে। তাই আপনার প্রয়োজনীয় বইটি খুঁজে পেতে আপনাকে সমস্ত বই এলোপাথারি ভাবে হাতরাতে হবে না, বরং বিভিন্ন ফোলডারের নাম দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত বইটি কোথায় আছে।
সেইসাথে এখানকার বেশীরভাগ বইগুলো বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করার পর নতুনভাবে এডিট করা হয়েছে, যেগুলো আপনি আপাতত অন্য সাইটে পাবেন না। যেমনঃ
এই লাইব্রেরীর বিশেষ বৈশিষ্ট্য হলো যে, এখানে বইগুলোকে বিষয়ভিত্তিক অনুসারে বিভিন্ন ফোলডারে সাজানো হয়েছে। তাই আপনার প্রয়োজনীয় বইটি খুঁজে পেতে আপনাকে সমস্ত বই এলোপাথারি ভাবে হাতরাতে হবে না, বরং বিভিন্ন ফোলডারের নাম দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত বইটি কোথায় আছে।
সেইসাথে এখানকার বেশীরভাগ বইগুলো বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করার পর নতুনভাবে এডিট করা হয়েছে, যেগুলো আপনি আপাতত অন্য সাইটে পাবেন না। যেমনঃ
- - আঁকাবাকা প্রতিটি পেজকে Deskew করে সোজা করা হয়েছে।
- - ছোটো-বড় সমস্ত পেজকে সমান মাপের করা হয়েছে।
- - ব্যাকগ্রাউন্ডের সমস্ত দাগ গুলোকে পরিষ্কার করা হয়েছে।
- - smooth mobile view এর জন্য বইগুলোকে optimize করা হয়েছে। ইত্যাদি ইত্যাদি।