বড়দের ঝগড়া’। যারা যৌবনে পদার্পণ করে, বুদ্ধি পরিপক্ক হয় তাদেরও একে অপরের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হয়। যৌবনে এসে মানুষের আবেগ ও চিন্তা সমৃদ্ধ হয়। এই বয়সের প্রতিটি কথার প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদী হয়। এই বয়সে মানুষ অনেকদিন পর্যন্ত কথা মনে রাখে। যার ফলে Complication বা জটিলতা তৈরি হয়। এই বয়সে মানুষ এতটাই পরিপক্ক হয় যে, সে নিজের অবস্থা ও অবস্থান অন্যদের থেকে লুকিয়ে-চুরিয়ে রাখতে পারে। এজন্য চেহারা দেখে মনে হবে, সেতো আমার সঙ্গে ঠিকই আছে, অথচ তার মনের ভেতরে থাকে ‘অন্যকিছু’।
বইটি ডাউনলোড করতে ক্লিক করুন PDF Download WORD DOCUMENT Download |
যবান বা জিহ্বা। শব্দশরীরে ছোট্ট কিন্তু তাৎপর্যবিচারে অনেক বড়। কারণ, আমাদের এই ছোট্ট অঙ্গটির সঠিক ব্যবহার যেমনিভাবে আমাদেরকে আমাদের আসল ঠিকানা জান্নাতের আলোকময় পথ দেখাতে পারে, অনুরূপভাবে জাহান্নামের অন্ধকার গলিতেও নিয়ে যেতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা এটির সঠিক ব্যবহার জানি না কিংবা জানলেও করি না। বরং এক্ষেত্রে আমরা এতটাই উদাসীনতা ও মন্দ-উদারতা দেখাই যে, এর কারণে জাহান্নাম আমাদের জন্য কত সহজ হয়ে যাচ্ছে! জান্নাত কত কঠিন হয়ে ওঠছে! এ উদাসীনতা আমাদের রোগ। এ রোগের সম্পর্ক চরিত্রের সঙ্গে, আধ্যাত্মিকতার সঙ্গে। আমাদের এই চারিত্রিক ও আধ্যাত্মিক ব্যাধিটা নিয়েই কথা বলেছেন বর্তমানবিশ্বের অন্যতম আধ্যাত্মিক চিকিৎসক শায়েখ ও মুর্শিদ ........
বইটি ডাউনলোড করতে ক্লিক করুন PDF Download WORD DOCUMENT Download |