ফাযায়েলে আমাল
ফাযায়েলে আমাল
শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ যাকারিয়্যা ছাহেব কান্ধলভী রহ. কর্তৃক সংকলিত একটি কিতাব। এতে বিভিন্ন আমালের ফজীলত সংক্রান্ত হাদীস একত্রিত করা হয়েছে। দাওয়াত ও তাবলীগের সাথীরা বিভিন্ন আমলের ফজীলত জানার উদ্দেশ্যে এই কিতাবের তালিম করে থাকেন। কিতাবটি আমলে উৎসাহিত হওয়ার জন্য ব্যক্তিগতভাবেও যোগ্য। পারিবারিকভাবেও এর তালিম হতে পারে। |
ফাযায়েলে সাদাকাত
শায়খুল হাদীস হযরত মাওলানা যাকারিয়া রহ. রচিত ঈমান আমল ও দাওয়াত-তাবলীগের জযবা পয়দাকারী মশহুর কিতাব ‘ফাযায়ে সাদাকাত’। কিতাবটিতে মাল খরচ করার ফযীলত, কৃপণতার নিন্দা, আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায়, যাকাতের গুরুত্ব, যাকাত না দেয়ার ব্যাপারে হুশিয়ারী প্রভৃতি বিষয়ক হাদীস একত্রিত করা হয়েছে। |